Latest Notice

Sariakandi Abdul Mannan Govt. Women College

সারিয়াকান্দি পৌরসভা, সারিয়াকান্দি, বগুড়া

College Code: ৪২৭৯    College EIIN: ১১৯৭১৬

Message from the Principal

Photo of <b>অধ্যক্ষ<br>প্রফেসর এ টি এম মাহবুবুল হান্নান<b>

<b>অধ্যক্ষ<br>প্রফেসর এ টি এম মাহবুবুল হান্নান<b>


সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী নারীশিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনা ও বাঙালি নদীর তীরে অবস্থিত। এই নদীগুলোর মতোই আমাদের শিক্ষার্থীরাও প্রবাহমান জ্ঞানের ধারায় নিজেদের বিকশিত করছে— স্বাধীনতা, সম্ভাবনা ও আত্মবিশ্বাস নিয়ে। আধুনিক শিক্ষার আলোকে একজন নৈতিক, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে নারী সমাজকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। কলেজের একঝাঁক মেধাবী ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছেন। আমরা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক, সামাজিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে ছাত্রীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে উৎসাহিত করছি। যমুনা ও বাঙালির প্রাণস্পর্শী পরিবেশ যেমন আমাদের প্রাকৃতিক পরিচয় বহন করে, তেমনি এই কলেজ নারীশিক্ষা ও সমাজ উন্নয়নের শক্তিশালী এক বাতিঘর হয়ে উঠুক— এটাই আমাদের প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা, দক্ষ পরিচালনা এবং সমাজের সর্বস্তরের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান একদিন জাতীয় পর্যায়ে গর্বের প্রতীক হয়ে উঠবে।
অধ্যক্ষ
প্রফেসর এ টি এম মাহবুবুল হান্নান